নক্ষত্রের গভীরে ঘ্রাণ-বিস্ময়ের চিঠি,
  চাঁদের আলোয় জোনাকির প্রচন্ড আহবান,
অচিনের ডাকে সুরেলা সন্ধ্যায়,
  আকাশের খামে জমেছে অভিমান।


আরো জমেছে কান্না-নিয়মক হয়েছে ধ্রুবতারা,
মেঘ হয়ে পৌঁছে যাবে তার খোয়াব,
  বিষাদের গাঢ় আঁধারে-
ফুটবে কি রক্ত-লাল গোলাপ?


দিন হয় আরো ক্ষীণ-সময়,
  প্রান্তর ঢেকে যায় শহরের ব্যস্ততায়,
মুক্তির প্রবল নির্জন হাহাকার-
  ছুঁতে পারবে কি আমায়?


অলৌকিকতায় বিশ্বাসী হয়ে আজ,
আমি অব্যক্ত স্লোগানের কাঠগড়ায়;
তবু আশা-যদি নিঃশেষে ঐ বিঃশ্বাসের কল্যাণে-
  দেখি তারে গহীনের আয়নায়!