A Lucky Bastard
                                    - পান্না হক


ব্যস্ততার সাথে সক্ষ্যতা গড়ে উঠেছিল, ভালই তো ছিলো, কিন্তু তারপর? .....
হটাৎ করেই দেখা হয়ে গেলো তার সাথে
রুক্ষ চুলে এলোমেলো ভাবে ওয়েবক্যাম এ,
পুরষালী কন্ঠে বলে উঠলো " হ্যালো ......"
সেইদিনই মনে হলো তাকে নিয়ে লিখবো আমার সব এলোমেলো কবিতা,
কিছুদিনের মধ্যেই টের পেলাম আমার অলস বেলার কবিতা স্থগীত,
শুরু হলো লেখা তাঁরও, বেপোরওয়া বন্য কবিতা আমারি জন্যে,
এলোমেলো সব লেখনীর কি এক মোহতে আমিও ভেসে চললাম টেরও পাইনি ,
চলতে চলতে স্বপ্নে ভিহবলিত হয়ে তার আঙ্গুলের ফাকে আমার আঙ্গুল জড়িয়ে জড়িয়ে চলেছি কতনা অচেনা পথ,
বলেছিল সে "পাগলি -তোর সঙ্গে বাকি জীবন কাটাবো"
" পাগলি - তোর সঙ্গে Amazon  গুহোতে যাব "
" পাগলি - তোর রাগ ভাঙ্গাবো আমার ভালবাসা দিয়ে "।


একটি গ্রীষ্ণ পেরিয়ে যায় এরি মধ্যে......


কিন্তু হায় , পাগলীর বলা ২১শে মে " you are a lucky bastard " তাকে পরাজিত প্রেমিক করে তুল্লো।


আগামীকাল থেকে আমি আবার আমার ব্যস্ত নিসন্গ বেপোরওয়া জীবনের সাথে মেতে উঠবো ,
কিন্তু মনের কোনায় একটি প্রশ্ন করতে ইচ্ছে করে , তুই কি আদো আমার কথার অর্থ বুঝেছিস ?
আমি তাকে আমার সাথে কৃত্তিম পথচলার স্বপ্ন দেখানোর জন্যে দোষী সাব্যস্ত করিনা,
আমি তাকে আমাকে মোহে আচ্ছন্নে থেকে ভালবাসার জন্যেও দায়ী করিনা ,
আমি শুধু বলি যেখানেই থাকো , ভালো থেকো , অনেক সুখে থেকো।


ব্যস্ততার সাথে সক্ষ্যতা আবার গড়ে উঠলো, ভালোই হলো........।