চিৎকার করে বলি আমি মানুষ
                                      -পান্না হক


যখন ছোটো ছিলাম নানু দাদুরা মা-বাবাকে কষে বকতেন
"একি। ডাঙর মেয়ের এ কেমনতর বসাগো, 
মেয়েরা দু'উরুকে চেপে একপাশ কাত করে বসবে, 
এতো যোগাসন কায়দায় পুরুষদের মতো বসা,
আর তোরাও বাপু কিছু বলিসনা।"


তরুনী বয়সে প্রতিবেশী, আত্মীয়ারা অভিযোগ করলেন 
"মেয়ে বুকে ওড়না না পেঁচিয়ে প্যান্ট-শার্ট পড়ে পুরুষের মতো, মেয়ে জন্ম দিয়েছো, বিয়ে শাদী তো হবেই না এ মেয়ের, উল্টো অপমানে তোমাদের জীবন্ত মৃত্যু নিতে হবে।"


বউ হওয়ার পরে সন্তান নিচ্ছিলাম না বলে এই তাদেরই মতো আরোও অনেকে বল্লো , "নারীর সৌন্দর্য মাতৃত্বে।"
হায়! আজ অবধি যা পেলাম আর শিখলাম 
তা হলো
নারীর সৌন্দর্য হলো সবার দু'নম্বরী কর্তৃত্বে।


ধীক্কার আমার নারীরা যারা এ নিয়মের আওতায় বেঁধে
আমাদেরই তোমাদের মতো চলার আহবান জানাও,

পুরুষের দোষ কি আদৌতেই ,যখন তোমরা থাকো জর্জরিত
এর চেয়ে ভালো প্রতিবাদী হও নচেৎ জীবনটাই নিয়ে দাও।।