মাধবী... তুমি দেখছো কি?
নাহ, তুমি দেখবে না।
তোমার চোখে ভোরের শিশির অধরায় মেলায়।
হ্যা। তোমার চোখে বরষাদেবীর কান্না মূল্যহীন।
তোমার মনে ঐ শীলার প্রলেপ প্রতিয়মান।
তুমি দেখবে না।দেখবে না।
তোমার জন্য কষ্ট হয়।
খুব।খুব।খুব কষ্ট হয়।
তুমি খুব নিরুপায় তাই।
হ্যা।নিরুপায়।
তুমি জানলে না।বুঝলেনা।মানলে না।
তবে শুনে রেখো।
ভোরের শিশির রবির আদ্রতায় মেলায়।
শিলার প্রলেপও মিলিয়ে যায় সাগরজলে।
আর আমি?
হ্যা।আমি।
আমি বসে আছি।ছিলাম। থাকবো।
কারন জানতে চাও??
তবে জেনে রেখো।
আমি চাতকিনী। হ্যা। চাতকিনী।