খোলা জানালার ওপাশ থেকে,
উঁকি দিল সন্ধ্যা তারা;
মন নগরী আধারে ঢেকে
ফিরিয়ে দিল পুরনো সাড়া।


জন্ম তোমার সাঁঝবেলাতে
কাঁটার শুভ্রহীন খেলাতে-
চোখের ঝড়োমেলাতে,
হৃদয় ভাঙ্গন অরুণ-ধরা!
বদ্ধঘরের কাপড়খানি -
হৃদয় হতে একটু সড়া।


    ************


 হঠাৎ সূর্য উদয় পূবে,
যায় যে আধার (কৃষ্ণ) মুদে
পরম সত্য জাগত হয়ে
মন কাঁতারে ছড়িয়ে নাড়া!!
আজ আমি তাই অশ্রুহারা!


ক্লান্ত শ্রান্ত ভ্রান্ত পাখি,
আকাশ পানে দিচ্ছে আঁকি।
জীবন ঘাটের সখ্য নাকি?
দুখ্ মেঘেরে বেধে রাখি-
বৃষ্টি বাদল রুদ্র ছড়া!
সেই পাখিরে যায় না ধরা।