যেদিন প্রথম রাত-দুপুরের,
অসময়ে ঘুম স্বপ্ন রাঁধে, মনের চুলায়!
মোহের থালায় ফুল-পায়েসের;
আউলা সুবাস,লায়লা বেশে, নয়ন বুলায়!


সেদিন'ই মোর কুমার'হাড়ির
সরল পাতের তলায় ফুঁটো!
রেশন খাতার উপর পাতায়-
সজল রাঁধার চিত্র দুটো।


ঘুমের ঘোরেই বাঁশের নাড়ু,
খানিক বেশিই খেয়েছিলাম,
কোন আকালের মরিচ ক্ষেতে-
তোমায় মরণ!!  দেখেছিলাম!!!


দিন-রাতিতে যুদ্ধ করে,
ফুলের মুকুল ফলের ঘরে
আমিই কেবল প্রেমের প্যাঁচে-
পিয়াজ'কাঁটায় পড়েছিলাম।


প্রেমের নামে, চক্ষুঃ ঘামে,
তোমার বাজার চরাদামে,
ময়রা'মোহন ছদ্মগাহন-
সেই বাজারে জুড়েছিলাম।


লাভের আশায়,ভালবাসায়,
তোমার বাড়ির দখিণ-পাশায়,
আমতলা রোজ অর্ধদিবা
দাঁড়িয়ে র'লেম "মিল্লো কিবা?"
উদাস হয়ে ভেবেছিলাম।
হা হুতাশের চর্কি ঘুরে-
লাগ ভেল্কি মন্ত্রফুকে-
একখানা  দান পেয়েছিলাম!!!