বাঁকহীন নদীর স্বপ্নে ভেসে যায় এইসব জৈবিক সময়
এইসব দিন-রাত্রি
ভীষণ খেয়ালে মরে যায় জলের অর্থ সরোবরের পথ


পৃথিবীর সমতল ছিল কবে!


জলের অর্থে বাঁকে বাঁকে সঙ্গমে যেতে হয়।