একদিন উঠোনে আসিস, আমি তোকে ভিজিয়ে দেব ভীষণ ইচ্ছায়
সমস্ত দিন সমস্ত রাত শুধু খেলবি জোসনায় - বুনোচাঁদ হেসেছিলো জানালার পর্দা সরিয়ে - সেই কবে
তারপর শুক্লপক্ষ হেঁটে গেছে, কৃষ্ণপক্ষও যায় যায়
বারবার ছুটে যাই জানালায় - কেউ নাই - কেউ আসেনি, কেউ খুলে দেয়নি তালা
এই চোখ এখনো উঠোনের স্বপ্নে ডুবে আছে!


স্বপ্নের জরায়ুতে আরো কত স্বপ্ন ডুকরে মরে - জল পাবে কি! বেলাভূমি ডাকবে কি এবার!