সৃষ্টির কী কষ্ট-সুখ শুধু জানে মা; -
সন্তানে যে কি মর্ম শুধু বোঝে মা।


কবির বাড়ি বসলেই দেখি রক্তক্ষরণ-বুক; -
কবিতা পাশে হাঁটলেই বুঝি কত রকম সুখ।