তুমি এই এক আকাশ বালিশের বুকে
মাথাভর্তি সুখবুক রেখে
একবুক সাগরের ঢেউ গুণে গুণে
কতবেলা
কতবার উঠে গেছো ঢেউচূড় স্বপ্নের রং মেখে;
এই আকাশ
এই সাগর
নীল পেজা ভেসে গেছে তোমার পায়ে-পায়ে; -
এই বুক চেয়ে চেয়ে দেখেছে
এই সুখ নেচে নেচে হেসেছে!


কত আকাশবেলা
কত বাতাসখেলা
কত সাগরমেলা
এই পথ হেঁটে গেলো তোমাকে ছাড়া!


সেই প্রতিটা ঢেউ এখনও তবু স্পষ্ট আকঁতে পারি
এই বহুপথের ক্যানভাসে।


তুমি এখন কোন ঢেউয়ে হেঁটে যাও!