কী রৌদ্রোজ্জল দিন এসেছে আজ পৃথিবীতে - এ পৃথিবীর!


এই নাও লাল গোলাপ - আমার রক্তিম ভালবাসা
আর এই ধর জলের হাত খোলা আকাশের মত মুক্ত
এই খোলা বুকে রাখো ইচ্ছের বুক - উত্তাল হৃদয়ের নীল সাগর
চাইলেই খেলতে পারো রাশিরাশি ঢেউয়ের চূড়ায়
এই সরল চোখে রাখো ইচ্ছের চোখ - নিপুণ রোদ আর
নরম জোৎস্নার শিশিরে ধোয়া
চাইলেই খালি চোখে দেখতে পাবে আকাশ
বনারণ্য
কিংবা যে কোনো রঙ ...


না, এর বেশী আর চেয়ো নাকো তুমি, শিরীন শৈলী!


তুমি হেঁটে আসো তোমার নিজের পায়ে, আমি চাই
তুমি হেঁটে যাও তোমার নিজের পায়ে, আমি চাই
তুমি ছুঁয়ে যাও তোমার নিজের হাতে, আমি চাই
তুমি ছোঁয়া পাও তোমার নিজের হাতে, আমি চাই


না, আট কিংবা আঠার তলা লম্বা সিঁড়ি চেয়ো না
কিংবা চার দেয়ালের পুরনো আলোর রোশনা
দিয়েছি তোমার দু'চোখ তোমাকেই - এঁকো ইচ্ছের আলপনা।


না, চেয়ো নাকো বিদেশী ফ্রিজ কিংবা গাড়ি বিড়ম্বনা
এ-সবে অস্থির দুর্ঘটনা -
ফ্রিজে বরফ হয় সহজ হৃদয়ের রঙিন উত্তাপ
গাড়ি নিয়ে আসতে পারে ভুল রাস্তার অভিশাপ


না, ভুল করেও চেয়ো নাকো কোনো বিবর্ণ অভ্যাস
কিংবা একঘেয়ে বিন্যাসের অনুজ্জল শ্বাস-প্রশ্বাস
দিয়েছি তোমার হাত-পা তোমাকেই - এঁকো হৃদয়ের ক্যানভাস।


কী রৌদ্রোজ্জল দিন এসেছে আজ পৃথিবীতে, শিরীন শৈলী!


মুক্ত ডানায় পাখিরা বনে ওড়ে
মুক্ত ডানায় পায়রা ফেরে ঘরে।


তোমার সব চাওয়ারা মিশে যাক পাওয়ায়
তোমার সব পাখিরা উড়ুক ইচ্ছে ডানায়।