পৃথিবী বদলে গেছে বলে গণতন্ত্র বদলে গেছে
গণতন্ত্র বদলে গেছে বলে স্বাধীনতার স্বাদ বদলে গেছে
স্বাধীনতার স্বাদ বদলে গেছে বলে তোমার সুখের রঙ বদলে যায়
সুখের রঙ বদলে যায় বলে তোমার পায়ে হাঁটা পথ-ছন্দও বদলে যায়।


তোমার বদলে যাওয়া রঙের পায়ে পায়ে পৃথিবী আরো বদলে যায় -


পৃথিবী বদলে যায় সবুজের মাঠে-পথে-ঘাটে-নদীতে
বদলে যায় রাজপথে, জনতার রথে, সংসদে-গদিতে
রিক্সার হুডে, বাদামের খোসায়, ওড়নার আড়ালে
গোলাপের ভাঁজে, শাখায়-প্রশাখায় বৃক্ষের বাঁকলে
অবিরাম বদলে যায় জীবন আর মৃত্যুর শূন্যতায়
দৈনিকের চোখে, চায়ের কাপে, কফির পেয়ালায়
মুদিখানায়-রেঁস্তোরায়, অফিসে, পার্কে, রান্নার চুলায়
ভোটে, নেতা-নেত্রীর নরম বিছানায় আলো ও অন্ধকারে
স্টেডিয়ামে, খেলার মাঠে, হেঁশেলে-মহলে, ঘরে-বাইরে।


তোমার বদলে যাওয়া রঙের পায়ে হেঁটে হেঁটে
পৃথিবী আরো বদলে যায় এ সমুদ্রসাগরের তটে;
আর তোমার বদলে যাওয়া পায়ের বিভিন্ন মুদ্রায়
আমি খুঁজি আমার পৃথিবীর সমস্ত রঙ অথৈ ইচ্ছায়।