লিখব আমি, আজ আমার কবিতা লেখা দিবস।
লুকায়িত ইচ্ছেগুলো উঁকি দেয় এলোমেলো ভাবনায়,
মেঘমালার মত ভেসে যায় আজো কাঙ্খিত মুহূর্তকাল,
অলিখিত কিছু বর্ণগুচ্ছের কাছে ধরা দেয় নির্ঝরা আবেগ,
সুখস্মৃতি হাতড়াতে গিয়ে আসে ব্যাকুলিত লোনা জল।


বুঝতে না পারা কোন এক নারীর অপ্রত্যাশিত প্রেমোদগম,
কামনাপরাগ খুলে বসো, বাতায়নবর্তিনীতে দেখো নূতন কুঁড়ি,
যাক্ ঝড়ে যাক, মুছে যাক, পঁচে যাক অযাচিত ভুল,
না পাওয়ার অতৃপ্তি ভুলে চলো বাঁধি নতুন এক মহাকাব্য।
নতুন কোন 'এনিড' কিংবা 'মেঘনাদবধ', পৌরাণিক কাহিনী?


আজ আমার একান্ত আমারই কবিতার দিন!
"ভের্গিল" এর সাথে যা নিতান্তই কাকতালীয় সূত্রের যোগ।


★★★           ★★★           ★★★
রচনাকালঃ ১৫ অক্টোবর, ২০১৪ইং।


পাদটীকাঃ
♦পূর্বে অক্টোবর মাসে বিশ্ব কবিতা দিবস পালন করা হত। রোমান মহাকাব্য রচয়িতা ভের্গিলের জন্মদিন স্মরণে ১৫ অক্টোবর এই দিবস পালনের প্রথা শুরু হয়।
♦"ভের্গিল" ছিলেন একজন প্রাচীন রোমান কবি এবং "এনিড" (লাতিন আইনেইস )-এর লেখক।
♦"এনিড" ছিল বারটি বই জুড়ে লেখা এক মহাকাব্য , যা পরে রোমান সাম্রাজ্যের জাতীয় মহাকাব্যের মর্যাদা লাভ করে।
♦"মেঘনাদবধ" - মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য।