দিনের আলো ক্ষীণ হতেই পদচারণ বাড়ে রাস্তা ঘেঁষা এ চত্তরে,
সবুজ চত্তর ঘেরা ম্রিয়মাণ সোডিয়াম আলো রেখায় বসে জলসা,
নাম ভূমিকায় কিছু নিশিকন্যা, ইশারায় খুলে বসে কামনাপরাগ।
পাশ ঘেঁষা দিঘীর জল ও বৃক্ষরাজি নিশ্চুপ দর্শকের ভূমিকায়।
দৃশ্যের শেষ অঙ্কে কতিপয় পুলিশের টাল-মাটাল উপরির খোঁজ।
এভাবেই চলা দৃশ্য নিত্যকার, ডেইলি সোপের মুখস্ত কাহিনী।


রাতের আধাঁরে যে কামনাপূরীর রূপসী মালতী,
অনিয়ন্ত্রিত যৌবনরসের আরাধ্য রাণী, স্বর্গসুখে ভাসার,
দিনের আলোতে এলেই যেন তা ঝলসানো মুখ, রক্তচক্ষু ওঠে।
ছিঃ ধিক! এরাই সমাজে সুশীলের মুখোশে নিকৃষ্ট পতিত!


শঙ্কিত হওয়া চকিতের খবর, নৈতিকতার বিজর্সনে উঠতি কুড়ি,
প্রাচীন নেশায় মাতে, নয় অভাবে, অনিয়ন্ত্রিত বিলাসে,
জন্ম দেয় আরো কতিপয় ঐশীকে, শৃঙ্খলাহীন যাপন,
মূল্যবোধ যেখানে আস্তাকুড়ে, অবক্ষয় সেখানে অবধারিতই হয়।


রচনাকালঃ ২৮ অক্টোবর, ২০১৪ ইং।