মুখোশের ভেতরের তোমাকে দেখছি।
অনেকটা বায়োস্কোপের মত। ভালোবাসার মুখোশ।
চেনামুখ, অজস্র স্থির রোমান্টিক সিন ভেসে আসছে ক্রমাগত।
ইদানিংকার সন্দেহ, প্রত্যাশিত আচমকাকে হার মানিয়ে
এমন অনাকাঙ্ক্ষিত দৃশ্যের সামনে, যা প্রদর্শিত হয়নি বলেই
টিকে আছে এখনো কোন এক কমলার সংসার!


রাক্ষুসে প্রেম, সমাজ (অ)সভ্যতার রঙিন মোড়ক,
ওসব না জানাই শ্রেয়।
অনাহুত দৃশ্যের
বায়োস্কোপ, থাক তুই আরো দূরেই থাক।