*** কিছুদিন আগে স্কুল শিক্ষক তাদের কিছু ন্যায্য দাবির জন্য ঢাকায় প্রেসক্লাব ও শহীদ মিনারের সামনে অবস্থান করেছিলো। কিন্তু সরকার তার পুলিশ নামের লাইসেন্সধারী সন্ত্রাসী লেলিয়ে দেয় এতে অনেক শিক্ষক আহত হন এবং একজন শিক্ষকের মৃত্যু হয়। বিষয়টি সরকারকে কষ্ট না দিলেও এই বাংলার অনেক মানুষের বুকে আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে। এই পরিপেক্ষিতে কিছু লেখার চেষ্টা। জানিনা কতোটুকু পেরেছি, চেষ্টা করেছি মাত্র............।।




শিক্ষকের আজ নেই কোন দাম
নেই কোন দাম শিক্ষার
তাইতো শিক্ষক রাজপথে আজ
কাঁধে ঝোলা ভিক্ষার !!!



একশো টাকা বাড়ী ভাড়া
স্বাস্থ্য ভাতা নাই
নুন আন্তে পান্তা ফুরোয়
শিক্ষক আমি ভিক্ষে চাই।




পুলিশ তুমি পেটাও যাকে
হতেন যদি তোমার বাপ
এই লাঠি খান বাবা‘র গায়ে
করতি কি তুই এমন পাপ??




এই শিক্ষকই পড়তে শেখায়
শেখায় লিখতে তোমার নাম
লাত্থী-লাঠি মারলি তাকেই
এই শুধীলি গুরু‘র দাম!!……………..

……………………………………………………..

স্বপ্নবাজ
১২’ জানুয়ারী-২০১৩ইং
ঢাকা।