*** উৎসর্গ: বাংলাদেশের রাজনীতিবিদ গংদের, যারা খুবই ‘কম’ কথা বলে ক্ষেত্র বিশেষ যারা কথাই বলেনা!



অতি লোভে তাতি নষ্ট
অতি কথায় ক্ষতি
এই কথাটা মনে রেখে
কথায় টানো যতি।


অতি’র চাঁপে ক্ষতির ঝোলা
ভারি হয়যে অনেক
অতি  কথন বন্ধ রেখে
চুপটি থাকো ক্ষনেক।


শুনলে বেশি যায়না তো জাত
অতি বললে যায়
তখন কিন্তু নিজের ফসল
অন্য লোকে খায়।


অতি ভালোও মাঝে মধ্যে
মন্দ রূপে আসে
দেখবে তখন পাড়া-পড়শি
মুখটি চেপে হাসে।


উদোর পিন্ডি বুদোর ঘাড়ে
সব সময় না চাপে
অতি মিথ্যে একটা সময়
ধরবে চেপে পাপে।


অতি কথায় পতি নষ্ট
নষ্ট হবে ঘর
আপন মানুষ যাবে চলে
সবাই হবে পর।


তাইতো বলি ওরে ও মোন
অতি’র ক্ষতি জানো
আত্মদম্ভ ছেড়ে তুমি
সহজ কথা মানো।


অতি’র চাপে যাবে ভেঙে
তোমার নদীর কুল
লাভ হবেনা সময় গেলে
ভাঙবে যেদিন ভুল।


অতি’র লাগাম ধরো টেনে
সময় বেশি নাই
তা নাহলে হাটু জলেও
পাবে না আর ঠাঁই।
……………………………………………………………


……স্বপ্নবাজ……
১৫’মে-২০১৪ইং
গুলশান-২, ঢাকা।