ভারত মাতা মদির এখন
বাংলা যে কার হাতে
ইচ্ছে মতো মারছে মানুষ
দিনে কিম্বা রাতে।


নির্বাচনে উল্টে গেলো
বন্ধু ভারত মাতা
নতুন ইস্যু নাইতো কিছু
ভাবছি বসে যা তা।


মোদির হাতে মোড়ল ভারত
পাচ্ছি যে তাই ভয়
বিবেক ওদের ছিলো যেটুক
হবে নাতো ক্ষয়!


তিস্তা নিয়ে ছিলো আশা
এখনতো তাও গেলো
আম-জনতা সবাই মিলে
রাম নাম মুখে বলো।


পানির আশা বৃথাই গেলো
করিডোরও যাবে
এসব নিয়ে সরকার মশাই
কখনো কি ভাবে?


মারতো মানুষ পাখির মতো
এখন করবে শিকার
এসব নিয়ে কারোরই নাই
একটু খানি বিকার ।


ভারত মাতার নির্বাচন কি
শিক্ষা নেয়া মতো
ভরাডুবি হতেও পারে
লাফাও সবাই যতো।


ইতিহাসটা বড়ই নিঠুর
ঘুরে ফিরেই আসে
আজকে যারা ডুবে আছে
কালকে তারাই ভাসে।


সময় থাকতে বিবেক বুদ্ধি
জাগ্রত কর ওরে
নইলে সত্যি যাবি ভেসে
নতুন কালের ভোরে।
……………………………………………………..


স্বপ্নবাজ
১৮’মে-২০১৪ইং
গুলশান-২, ঢাকা