মুক্তিযুদ্ধের ব্যাবসাটাতো
করছো আগেও দারুন
তাই বলে কি সম্মাননাও
করবি এমন করুন !


সম্মান দিলি বন্ধু জনকে
ক্রেস্ট সোনায় গড়া
কিন্তু একি জানা গেল
সবই পিতল ভরা !


নাকটা মোদের আগেই কাটা
জানলো এবার বিশ্ব
দুর্নীতিতে বাংলাই সেরা
নয়তো কারো শিষ্য।


ডেকে এনে আপমানতো
ভালোই করতে পারিস
আদর করে কোলে নিয়ে
আবার জুতা মারিস।


সম্মাননার ক্রেষ্টের সোনা
ষোল আনাই মিছে
বিশ্ব যে আজ বাংলা মাকে
মারছে থুথু পিছে।


সব কিছুতে ব্যাবসা চলে
মা’কে নিয়ে নয়
প্রমান দিলি মা’কে নিয়েও
এখন ব্যাবসা হয় !


রক্তে ধোয়া বঙ্গমাতা
কেঁদে কেঁদে কয়
মানবতা কেমন করে
এতোটা হয় ক্ষয় !!


দোহাই লাগে করছো অনেক
এবার দেনা ক্ষান্ত
তোদের নগ্ন ব্যাবসা দেখে
মা আজ বড্ড ক্লান্ত।


স্বাধীনতার ফেরী তোরা
করবি কতো আর
একাত্তরের বীর বাঙালী
আজকে গোপাল ভাঁড়।


……………………………………………………..
স্বপ্নবাজ
২৩’মে-২০১৪ইং
গুলশান-২, ঢাকা।