** ইহা শিশুতোষ কাব্য..................
  


আমার একলা থাকার দিনে
কেন তোমায় পরে মনে
কেন কষ্টগুলো এমন
জ্বলে বুকের এক কোনে।


আমার কষ্ট ভরা দিনে
কাঁদে আকাশ কেনো কাঁদে
কেনো সুখগুলো আজ এমন
যেন আটকে আছে ফাঁদে।


ঐ আকাশ কেনো কাঁদে
আমার কান্না ভরা দিনে
যেন বৃষ্টি সুর তোলে
কোন পাগল করা বীণে।


আমার কান্না ভরা দিনে
বুঝি আকাশের মন কালো
কেন আমার মতো করে
তুমি বাসতে চাওনা ভাল।


আমার বৃষ্টি ভেজা দিনে
বৃষ্টি আকাশ ভেঙে পরে
আমার চোখের যতো জল
আজ ঝর্ণা হয়ে ঝরে।


তোমার কষ্টের দিন এলে
যদি থাকি বহুদুরে
আমি আসবো ছুটে যেনো
সুখ ফেলে অচিনপুরে।


…………………………………………………………
স্বপ্নবাজ
২৮’মে-২০১৪ইং
গুলশান-২, ঢাকা।