একি আজব জীবন আমার
আশার বাসা ভাঙে
জীবন যেন যাচ্ছে ভেসে
অচীন কোন গাঁঙে।


হতাশা মোর নিত্যসঙ্গী
আশা বহুদুরে
যায় ভেঙে যায় বুকের পাঁজর
কান্না ভেজা সুরে।


দিন কেটে যায় যেমন তেমন
রাতজাগা এক পাখি
দুখের রাস্তা কতোবড়
আর কতো পথ বাকি।


সুখের বাড়ী খুঁজে খুঁজে
ক্লান্ত দেহ মন
আর কতোদুর গেলে পাবো
সুখের কুঞ্জবন।


রাতের পরে আসে ফিরে
স্নিগ্ধ ভোরের আলো
এক জীবনে পেলাম কেবল
আঁধার  রাতের কালো।


খুঁজবোনা আর আশার বাসর
খুঁজবোনা আর সুখ
এখন থেকে সখা আমার
কষ্ট এবং দুখ।


……………………………………………………………….


স্বপ্নবাজ
২২’জুন-২০১৪ইং
ঢাকা।