কখোনোবা লাভ হবে
কখোনোবা ক্ষতি
লাভ-ক্ষতি মিলে চলে
জীবনের গতি।


স্থবিরতা আসে যদি
জীবনের বাঁকে
লাভ-ক্ষতির হিসেব তখন
দিবি তুই কাকে?


লাভ ও ক্ষতির হিসেব কষে
জীবনটাতো চলবেনা
গতির লাগাম ছেড়ে দিয়ে
ক্ষতির হিসেব করবেনা।


লাভ করেও পাবিনা লাভ
ক্ষতিরতো নেই গতি
জীবন নামে রেল গাড়ীটার
টানতে হবে যতি।
…………………………………………………
স্বপ্নবাজ