*** ইহা শিশুতোষ কাব্য, কব্যের ''ক'' হয়তো খুঁজে পাবেন না। তাই নিজ দায়িত্বে পড়বেন আমার প্রিয় কবিগন।



ওগো মেয়ে শোন-
ডাগর ডাগড় আঁখি তোমার
কাজল কালো কেশ
লম্বা বেণীর রক্তজবা
দেখতে লাগে বেশ।


মিষ্টি তোমার মুখের হাসি
মুক্তা ঝড়ে রাশি রাশি
কথায় তোমার সুরের ছোঁয়া
বাজে যেনো মোহন বাঁশী।


চলনে তোর ছন্দ যেনো-
গজ-গামিনীর মতো
ভালোবাসি তোমায় আমি
বোঝাবো আর কতো!!


বারেক ফিরে মোর পানে চাও
লাজুক হাসি ঠোঁটে
সেই হাসি যে দেখে আমার
হৃদয়ে ঝড় ওঠে।


সকাল-সাঁঝে তোমার আশায়
নদীর ঘাটে থাকি
শোন মেয়ে তুমি আমায়
দেবে নাতো ফাঁকি?


শোন মেয়ে-
বকুল ফুলের মালা দেবো
ঘাস ফুলের দুল
ভালোবেসে এনে দেবো
সাদা গোলাপ ফুল।


বলো মেয়ে-
ভালোবাসি বলো আমায়
পাষান নওতো তুমি
সত্যি বলছি লিখে দেবো
আমার হৃদয় ভূমি।


তবুও মেয়ে-
ভাল যদি নাইবা বাসো
হয়তো পাবো কষ্ট
তোমাকে না পেয়ে আমি
হবো নাতো নষ্ট।


শোন মেয়ে-
শোন মেয়ে শেষ কামনা
মনে রেখো আমায়
তিন সত্যি এই অভাগা
ভালোবাসতো তোমায়।
…………………………………………
স্বপ্নবাজ
১৬’মার্চ-২০০৩ইং
ঢাকা।