ডাক পিয়নকে পাঠাবোনা আর
তোমার বাড়ীর দাড়ে
দাঁড়িয়ে আছি মন খারাপের
উতল নদীর পাড়ে।


মনে যদি পরে কখনো আমায়
উড়োমেঘ দেখে নিও
ভালবাসা যদি না দাও আমায়
কষ্টগুলোই দিও।


লাল-নীল খাম পাঠাবো না আর
পাঠাবো মেঘের ভেলা
ভেবোনা কখনো ভালবাসা মোর
ছলনা কিম্বা খেলা।


দেখতে যদি ইচ্ছে জাগে
রংধনুতেই আছি
হরেক রংয়ে রঙাতে চেয়েছি
মেঘ হয়ে তাই বাঁচি।
………………………………………………..
স্বপ্নবাজ (এম আর মিঠু)
১৩’ফেব্রুয়ারী-২০১৫ইং
গুলশান-২, ঢাকা।