কান্না তুমি দু’চোখ দিয়ে
ঝর্ণা হয়ে বহো
কান্না তুমি আমার কষ্ট
অন্যকে কেন কহো !


কান্না তুমি অতল সাগর
তোমার কতোই জল
কান্না তুমি দু’চোখ নিয়ে
কেনো করো এতো ছল।


কান্না তুমি দুষ্ট অতি
নতুন বৌয়ের চোখে
সুখের দিনেও থমথমে চোখ
অশ্রু ভেজা মুখে।


কান্না তুমি আমার বুকের
তপ্ত হাহাকার
কান্না তুমি আসিম কষ্ট
আমার বুকের ভার।
………………………………………………


স্বপ্নবাজ (এম আর মিঠু)
২৮’ ডিসেম্বর-২০১৪ইং
গুলশান-২, ঢাকা।