আগুন গরম চৈত্র মাসে
বৈশাখেতে খড়া
জৈষ্ঠ মাসে আম পাকে আর
আষাড় বাদল ঝড়া।


শ্রাবণ মাসে মুষল বৃষ্টি
ভাদ্র পানি ভরা
আশ্বীন মাসে পুঁজা-পার্বন
কার্তিকেতে মরা।


অগ্রায়নে পিঠা-পুলি
পৌষে জবর শীত
মাঘ মাসেতে হাঁড় কাঁপে আর-
ফাগুনে গাই গীত।
…………………………………


স্বপ্নবাজ