*** বিশ্ব ‘মা’ দিবসের জন্য লিখেছিলাম, বিভিন্ন ঝামেলার কারনে পোষ্ট করতে পারিনি বলে দুঃখিত।


*** বিশ্ব ‘মা’ দিবসে পৃথিবীর সকল মায়ের প্রতি আমার সামান্য ভালবাসা ও শ্রদ্ধা।



মাকে নিয়ে লিখবো বলে
নিলাম কলম খাতা
মাথায় কিছু আসছেনা তাই
লিখছি কেবল যা তা।


মা’যে আমার প্রানের প্রিয়
সকল কাজের সাথি
মা’যে আমার আঁধার ঘরের
আলোক জ্বলা বাতি।


মা আমাকে শুনিয়েছেন
রূপ কথার সব গল্প
যদিও আমার প্রান প্রিয় মা
বলেন কথা অল্প।


মায়ের আঙুল ধরে ধরেই
শিখেছি হাঁটা চলা
মা আমাকে শিখিয়েছেন
সত্য কথা বলা।


মায়ের কাছে আজো আমি
ছোট্ট শিশুই আছি
মায়ের স্নিগ্ধ হাসি দেখেই  
আজো বেঁচে আছি।


মায়ের চরণ তলে আমার
বেহেস্তো যে আছে
সেই মমতার মাকে ছাড়া
(মানুষ) কেমন করে বাঁচে!!!


মাকে যদি হারাই কভূ
বাঁচবো কেমন করে
মা বিনে যে বাঁচা কঠিন
হয়তো যাবো মরে।


মাগো তুমি আগলে রেখো
সকাল, দুপুর, সাঁঝে
মাগো তুমি থেকো সাথে
সকল ভালো কাজে।


বলতে হয়তো পারিনি মা
ভালবাসি মা তোরে
ক্ষমা করে দিয়ো মাগো
অধম সন্তান মোরে।


ভাঙা ঘরে পরলে পানি
জড়িয়ে নিতে বুকে
তোমার দোয়ায় সবাই মিলে
আছি মাগো সুখে।


এমন করেই রাখিস মাগো
আমায় বুকে ধরে
হারিয়ে যেনো যাইনা ওমা
আঁধার কোনো ভোরে।
………………………………………………….
স্বপ্নবাজ (মতিউর রহমান মিঠু)
১০’ মে-২০১৫ইং
যাত্রাবাড়ী, ঢাকা।