চাঁদের সাথে বসত আমার
লক্ষ তাঁরার মাঝে
ইচ্ছে হলে দেখে নিও
রাতে কিম্বা সাঁঝে।


লক্ষ কোটি তাঁরা এখন
আমার খেলার সাথি
অন্ধকারেও ভয় পাইনা
জ্বালাইনা তাই বাতি।


দিনের আলো ভালো লাগেনা
লুকিয়ে থাকি তাই
চাঁদ-তারারাই বন্ধু আমার
বলতে পারো ভাই।


আকাশ থেকেই দেখি তোদের
বন্ধু খেলার সাথি
দু’চোখে জল ঝড়ে তবু
স্বপ্ন খেলায় মাতি।


বন্ধু তোরা থাকিস ভালো
আমায় রাখিস মনে
দেখতে চাইলে তাকিয়ে দেখিস
আকাশের পুব কোনে।


চাঁদের সাথেই করবো বসত
তাঁরার সাথে খেলা
এমনি করেই যাবে কেটে
আমার সারাবেলা।
……………………………………………….
স্বপ্নবাজ(এম আর মিঠু)
৬’জুন-২০১৫ইং
গুলশান-২, ঢাকা।