মন খারাপের দিনগুলোতে
একলা একা থাকি
উড়ে উড়ে যায় চলে যায়
আমার সুখের পাখি।


পাখি সেতো পোষ মানেনা
যায় চলে যায় দুরে
কেমন করে বলি পাখি
মনটা আমার পোড়ে।


যদি বলি আয় না কাছে
একটু আদর করি
পাখি বলে আসবো নারে
যদি বাঁধা পরি।


আমি হলাম সুখের পাখি
পোষ না কারো মানি
তোমার কাছে দিলে ধরা
পরবো বাঁধা জানি।


এই বলিয়া সুখ পাখি মোর
দুরে দুরেই থাকে
সুখ পাখি তাই খুঁজে বেড়াই
জীবনের সব বাঁকে।


মন খারাপের দিনগুলো তাই
একলা একাই থাকি
বুঝতে পারি সবার কাছে
থাকেনা সুখ পাখি।
………………………….
মতিউর রহমান মিঠু(স্বপ্নবাজ)
৩’ডিসেম্বর-২০২০ইং
বারিধারা, ঢাকা।