জীবন যেন সময়ের আঁকশিতে
বন রসাল বেয়ে ওঠা এক লতা।
যে যত শিখরে তত মুক্তি, আলো
বহির্লোক দেখে তার উঁচু-মাথা।
নীচে পড়ে রইলে, বিচ্যুত হইলে
আলোর অভাব গুমোট অভিশাপ
জীর্ণ শীর্ণ বিবর্ণ পাতা।