রাজা তোমার স্বঘোঁষিত সুখের দেশে প্রজা বেশে
যেভাবে আজ আছি বেঁচে এটাকে বাঁচা বলে না
যদিও স্বেচ্ছাচারে রাজ্য চলে জনতার জীবন চলে না।।


মুক্তমনা অগ্নি কণা তোমার রাজ্যে জ্বলতে মানা
স্বাধীন মতে সঠিক পথে সত্য কথা বলতে মানা
যদি কেহ যায় বলিতে আর দেড়ি নয় দেও শূলীতে
রক্ত মাংস ভাগ করে খায় তোমার শত শকুন ছানা।।


ঘরে থাকাও নয় আসানী, কখন এসে কোন বাহিনী
ঘটায় আবার কোন কাহিনী; ক্রস ফায়ার হয় রটনা
আহারে রক্তে কেনা আপন দেশে কৃতদাসে কী যাতনা।।


রাজা তুমি জেনে রাখো এভাবে দিন যাবে নাকো
জনতা লাখো লাখো তৈরী হচ্ছে দেশ দরদী মুক্তিসেনা
সবে মিলে ছুটে এলে ছুটে গিয়েও পার পাবে না
‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ এমন সময় কেউ দেবে না।।