আজ ঘুচেছে বিলাসী গৌরব
দমকা হাওয়ায় নজর করেছি
অবাঞ্ছিত মুহূর্তের বাস্তব
আজ বুঝেছি সময়ের কুমন্ত্রণা
নিকষ কালোয় মরিচ বাতি
কিনে আনা যন্ত্রনা
আজকে হঠাৎ বিষন্ন এই মনটা
কথা হয়নি বাহাত্তর টা ঘণ্টা
তুই হয়তো শ্রান্ত ঘুমের দেশে
বোকা আমি অপেক্ষাতেই
পুরোনো অভ্যেসে
আমিই বড্ড বেশি ভাবি হয়তো
বাড়াবাড়ি টা একদম ঠিক নয়তো
আজকে তোকে খুব কাছে না পেয়ে
নেশার ঘোরে ছন্দ আসে ধেয়ে
ধরেই নিলাম আমায় ভালবাসিস
ক্ষতি কি? যদি স্বপ্নেই কাছে আসিস
অংকে যেমন সব মিলে  যাই শেষে
আমিও বাঁচি রংমিলান্তির দেশে
জানিস, কাছেরটা আজ ঝাপসা দেখি
ঠাহর করতে হচ্ছে সময় নষ্ট
ঘোড়ার দৌড়ে জীবন এখন  মেকি
কষ্টগুলো তারার মতোই স্পষ্ট
কি হবে বল আকাশকুসুম ভেবে
হবে সেটাই যেটা হওয়ার হবে
জানি তো তোর ভাল্লাগেনা ছেলে
আমিই জড়ায় বাসনাতে ঢলে
চাইছি না তো আমায় মনে রাখিস
চাইবো শুধু একটু ভালো থাকিস
আমি হলাম অকারণের স্নেহ
নিষ্প্রাণ এক নিথর মন আর দেহ
তুই কিন্তু হেরে যাসনা মেয়ে
বেঁচে থাকিস দধীচির হাড় নিয়ে ।