বিছানার চাদরটা এখনো তার গন্ধ মেখে আছে,
পরিপাটি হয়ে আছে ওয়ার্ডরোব, ড্রেসিং টেবিল,
ন্যাপথালিনের মোড়কে সুরক্ষিত তার প্রিয় নীল কুর্তিটা ,
শনিবার সেটা পড়তো কি প্রিয়াঙ্কা ?
নিরুত্তর রহে কবির ভোঁতা কলম,
পৃথিবী রিক্ত হল এক ঘৃণ্য পৈশাচিকতায়,
মানুষের মুখোশ পরে চলল অতিপাশবিক অনাচার,
সাক্ষী রইলো আধুনিক ঘুণধরা সমাজ ।
অকালে ঝরেছে যে ফুল,
জড়তায় দাঁড়িয়ে তার প্রাপ্তি,
একগাছা বাসি মালা আর মরে যাওয়া মোমবাতির আলো ।
তবে জেনে রেখো সমাজ,
জ্বলে শেষ হয়নি শুধু একটা প্রাণ,
মৃত্যু হয়েছে তোমারও, হ্যাঁ তোমারও ।
কান পেতে শোনো দিগ্বিদিক ধিক্কারের অনুরণন ,
আর নয়, গর্জে উঠুক মানবিকতা ,
নরকীয় কীটাচারে সামিয়ানা পড়ুক ।
অদূরে নিভৃতে দাঁড়িয়ে নেমেসিস্ নাড়ে কড়া,
হে সমাজ, অশনি সংকেতের আগে ,
যেন প্রস্ফূটিত হয় তোমার শিরদাঁড়া।।