তুই নেই তাই ,
ক্যান্টিনখানা আজ শূন্যস্থানে ভরা  
তুই নেই তাই,
কবিতাগুলো হয়ে গেছে আজ ছড়া
তুই নেই তাই,
চাঁদখানা আজ বিষাদে ঢেকেছে মুখ
তুই নেই তাই,
আমায় ছেড়ে ঘর বেঁধেছে সুখ
তুই নেই তাই,
জীবন আজকে হারিয়েছে পরিপাটি
তুই নেই তাই,
ঐ রাস্তায় একলাটি পথ হাঁটি
তুই নেই তাই,
সাদা কালো সব মিথ্যে অলীক সুখ
তুই নেই তাই,
বাউল মনটা পাথরে বেঁধেছে বুক
তুই নেই তাই,
প্রত্যয়গুলো ফুরিয়ে যাওয়ার খাতে
তুই নেই তাই,
একাকিত্ব মাঝবয়সী রাতে
তুই নেই তাই,
তিমির রাতে রক্তে আসে বান
তুই নেই তাই,
বাঁ পকেটে পাঁজর ভাঙার গান
তুই নেই তাই,
মনের কোন মেঘ জমে একরাশ
তুই নেই তাই,
আমার মধ্যে আমিহীনতার বাস
তুই নেই তাই,
জোৎস্না লুটিয়ে নেইকো চাঁদের হাট
তুই নেই তাই,
স্মৃতির কবরে নকশিকাঁথার মাঠ
তুই নেই তাই,
আলাপচারিতা বন্ধ মনের সাথে
তুই নেই তাই,
আমার যাত্রা অন্তহীনের পথে