সময়টা ক্লান্ত এখন রাতের কোলে হেলে পরেছে গগনের চাঁদ,
কোন সে নিভে যাওয়া স্মৃতির সাথে জীবনের নব সংঘাত।
ঐ দূর সীমানার ওপার থেকে হাতছানি দেয় মোরে ডাকে আঁধারে,
আমি ভুলে গেছি তারে সে হয়ত আজও ভুলেনি মোরে।।


অথবা সে পথ চলে তবুও ফিরে ফিরে দেখে আজও ছলছল আঁখি মেলে,
আমি দাঁড়িয়ে এথায় নিষ্ঠুর মনে শুধু হিসেবের পাতা খুলে।
কল্পনায় তুমি অমলিন রবে শুধু হবেনা আর কোনদিন বাস্তবে,
আশাহত মনে বাঁধবেনা বাসা জাগাবেনা প্রেম অনুভবে।।


আমি ভেবেনিয়েছি তুমি ছিলেনা আমার কোনদিন কোন কালে,
অথবা তুমি শৈশবের হারিয়ে যাওয়া সেই ঘুড়ি দূর আকাশের নীলে।
একটি ঘাসফড়িং তুমি যে উড়ে চলে গেছে সীমানার বাইরে প্রহর শেষে,
জানি তুমি আসবেনা কাছে জড়াবেনা অনুরাগে ভালোবেসে।।


তোমায় দিয়েছি বিদায় তোমার সুখের ভুবন মাঝে করো বিচরণ,
শুধু ভুলতে পারিনি আজও প্রথম প্রেমের সেই শিহরণ।
তোমায় দিয়েছি বিদায় সেই হাসি তোমার তবু মনে গাঁথা,
শতবার ছিঁড়েও পারিনি হারাতে নির্মল সেই স্মৃতিকথা।।


০১-০২-২০১৭