ইতিহাস সাঁজায়নি কোন মহাপুরুষ,
ইতিহাস গড়েই তারা মহাপুরুষ।
পৃথিবীর ধ্বংস কখন জানিনা,
তবে জীবনের ধ্বংস দেখেছি বারংবার।।


সুখগুলো অভুক্ত প্রাণে কখনো আসেনা,
কষ্টগুলো অবলুণ্ঠিত হয় মহাপ্রাণে।
ভালোবাসাহীনও মানুষ বাঁচে হয়ত দাপটহীন,
তবে পৃথিবী তাদের মানুষ বলেনা।।


নবরূপ; নবসাঁজে অথবা নবপ্রাণে
নবগানে,
কোন ষোড়শী চোখজোড়া মেলেনি আমার পানে।
হেমন্তের পালা শেষে কোন এক শেষরাত্রিতে,
অবগাহনে নেমেছিলাম শুদ্ধ হতে তবু রয়ে গেলাম অপবিত্র।।


নিরানব্বইটি পদ্ম গুনেছিলাম আঙুলের ইশারায়,
ছিলো কালো বিষ প্রতিটার রন্ধ্রে পাতায় পাতায়।
ঝরানো শ্রাবণের এক বৈকালী গল্প,
শরতের দুপুরে বিলীন হয়েগেছে।।


ধুপশিখা হয়ে জীবনের আশা গুলো,
পুড়ে পুড়ে নিভেগেছে চৈত্রবেলার আগেই।
এদিকে বসন্তের অনুপস্থিতি জীবনকে করেছে আরও বিষাদী,
কষ্টগুলোকে সঙ্গী করে প্রেমের দ্রোহে আমি অপরাধী।।


২৪-০৩-২০১৭