আলোর বিচ্ছুরণের মাঝে আমি উহ্য,
মহা উন্মাদনার ক্ষণে আমি ক্লান্ত।
পথের বাঁকে বসে আছি আমি,
সে পথটাই যেন ভ্রান্ত।।


যে সময় কলতানে ভরে উঠে চারিপাশ,
সেই ক্ষণে অনুভূত হয় হৃদয় মাঝে নিরাশ।
প্রাণের বিমোহিত ছন্দের মাঝে আমি বিষাদ,
জয়ের উল্লাসে গাহি আমি পরাজয়ের গান।।


শত দল শত পথ ভেদে যবে আসে করতে বিদ্রোহ,
আমি মুক্তির মিছিল কে ভয় করি থাকি তাই সুপ্ত।
প্রেম ছন্দে আকাশ বাতাস আন্দোলিত যে ক্ষণে,
আমি অত্যাচার ভেবে মুক্তির পথ খুঁজি তা থেকে প্রাণপনে।।


চৈত্রদিনে মেঘ দেখে সবে পায় শান্তির দিশা,
আমি সেই মেঘ মৃত্যুদূত ভেবে লুকনোয় পাই আশা।
সূর্যের হাসি তিমির ভেদে আনে নতুন ভোর,
আঁধারের মাঝে শান্তি পাই তাই আলোকে ভাবি পর।।


বিহঙ্গ উড়ে সুখের পরশ খুঁজে পেতে যতবার,
নিচেষ্ট মন শান্তির খোঁজে ঘুমায় ততবার।
সাগরের গর্জনে কেউবা পায় অবসর যাপনের কাল,
মহাকালের মহাভয় ভেবে তীরকে করি ভয় চিরকাল।।


আলোয় আলোকিত হলে পৃথিবীর মহা বুক,
আমি তপ্ত হাওয়ায় তৃষ্ণিত হয়ে বলি আলোই যত দুখ।
চারিদিক থেকে ভেসে আসে ধ্বনি; জয় মোদের জয়,
আপনাকে আমি স্বার্থক ভেবে বলি আমিই সেরা আমি পরাজয়।।


১১-১২-২০১৫