নিভৃতে যতনে মনেরও গহীনে,
আঁকিয়াছি তব মুখচ্ছবি চিত্তে আপনে।
যেথা মম অন্তর নয়নের দৃষ্টি অবিরত ক্ষণে,
দেখে তোমারেই শুধু ভাবে হরষে যাতনে।।


সেথা মোর প্রাণেরও গানে শয়ানে স্বপনে,
কতনা বারি ঝরিয়ে করিয়াছি শুচি; এই হিয়া জানে।
সেথা তব প্রণয়ে ফোঁটে প্রেম ফুল মম কাননে,
তব পদচূমি সেথা করি অর্চনা দেবীরও আসনে।।


আঁখি পানে চেয়ে চেয়ে দেখি গ্রহণ জাগ্রত ভাবনায়,
এলো কেশ ছুঁয়ে মেঘেরও সনে করি বড়াই সে হারে লাজে হায়।
হাতেরও কাকনের শব্দ শুনি থামে গাওয়া গীত বীণা,
বাসর সাঁজায়ে প্রতি রাতিতে করি বাসনার অবসান চাঁদেরও তা জানা।।


ওই দূর গগনের বুকে খঁচিত শোভিত মিটিমিটি তারা কণা,
ডাকে তোমারে ডাকে কাছে যাচে তব মায়া জ্যোতির বন্দনা।
আমারও এই একক জীবনের মাঝে পেয়েছি'গো শত জনমেরও স্বাদ,
পেয়ে তোমারে মম অন্দরে বহে দখিনা বাতায়ন দিবা রাত।।


২৪-১২-২০১৬