হিন্দু, বৌদ্ধ, ক্রিশ্চান বা মুসলমান,
নাই কোন ব্যবধান।
সবে মোরা মানুষ,
দেহে মোদের একই প্রাণ।।


কেউবা কালো গায়ের রং-এ,
কেউবা দিব্য কান্তির লয়।
সকলে হবো মিশে একাকার,
একতায় করিব বিশ্বজয়।।


কেবা আসিল পশ্চিম হতে,
চলিতে পারে কেউ পূর্ব পথে।
জন্ম যাহার হোকনা যেথায়,
পরিচয় মোরা মানুষ সবায়।।


কাহারেও দেখি করিওনা ঘৃণা,
বাড়িওনা কভূ মনের দেনা।
মিলিয়া যাইতে আছে বাঁধা যত,
ভাঙ্গিয়া সব করো আজ নত।।


একই আকাশের নীচে করি বাস,
একই বাতাসে শ্বাস-প্রশ্বাস।
তবে কেন আজি এত ব্যবধান জগৎ জুড়িয়া রয়?,
এসো গাই সাম্যের গান নজরুল হয়ে কাটিয়া ভয়।।


কেন আজ শুনি মানুষে মানুষে এত হিংস্রতা,
আপন শিক্ষা ভুলিয়া কেন বৃষ্টিতে ভুগি তৃষ্ণতা।
এ জগতে আজ সব অন্যায় রয়েছে মানুষ জুড়ি,
স্বজাতির হাতে দ্বন্দ্ব বিবাদে জীবন যায় হারি।।


কৃষ্ণ, বুদ্ধ, যীশু, মোহাম্মদ স্থানে থাকিয়া ভিন্ন,
একই শিক্ষায় মর্তে আসিয়া রয়েছেন হয়ে ধন্য।
আদি অন্তের একই বাণী ধারণ করিয়া বুকে,
এসোনা দাঁড়াই সকলে মোরা অন্যের সুখে-দুঃখে।।


১৭-০২-১৫