মধ্য আঁধার রাতে অথবা ঝলসিত দ্বিপ্রহরে,
অবিকল নির্ঝরের মত অথচ বাঁজখাই হাসি টরে।
পেঁচার মত ভয় প্রদর্শিত দৃষ্টি দাও আমার প্রতি ছুড়ে,
আমি তাকাতে পারিনা দগ্ধ হব ভেবে চাহি পিছন ফিরে।।


তুমিতো চতুর্দিক ঘিরে নিয়েছ তাই সে দিকটাও,
মুহূর্তে মেঘ ভাঙ্গা আসমানের মত করে বদলাও।
আমি আর্তনাত করি শক্তি সর্বস্ব একত্রে চাহি উপরি ভাগে,
অবাক হই ছায়ামূর্তি তুমি আছ আকাশের বিক্ষত বুকে জেগে।।


মাথানত করে মৃত্তিকায় জীবন্ত পরশ খুঁজি শান্তি লোভে,
সেখানটাও দখলে তোমার কোথায় যাব পাইনা ভেবে।
ডান বাম গোলাকার পৃথিবীর কোন দিকে তবে যাব,
কি অপরাধের এ শাস্তি আমার প্রতি তব।।


ওই সিন্ধু জলের গর্জে আসা ঢেউ সেখানে সমতা নাহি,
এই ভেবে সাঁতরে সারাজীবন পারি দিতে চাহি।
কিন্তু বারুণী তোমার পক্ষপাতে জলকে করে দেয় স্বচ্ছ কাঁচ,
তাই আরও স্পষ্ট হয়ে ভয়ের সে ছায়ামূর্তি এসে জীবন কেড়ে নেয় আজ।।


০৫-০৮-১৬