যদি মন বলে আরো একটিবার আমাকে কাঁদিয়ে,
তুমি সুখ পাবে তবে ডাকি তোমাকেই এ ভাঙ্গা হৃদয়ে।
যদি স্বাদ জাগে আরো একটিবার মোরে অবুঝ পাগলের মত,
হাসাতে তবে এসো হয়ে নব সবুজের রূপে সেঁজে যত।।


আমি হাত দু'টি বাড়িয়েই রবো আগমণের গান গেয়ে,
মন বলে জীবনের প্রথম সুখগুলো আবার যাব পেয়ে।
শুধু তোমার উপস্থিতি মন চায় যদিও প্রেম চাহেনা,
তুমি এলেই অনুভূতিগুলো প্রাণ পাবে যদিও সুখের দাবী রহেনা।।


জানি তোমাকে পাওয়ার মত কেউ আমি নই,
তবু শুধু দেখিতে তোমারে অল্পের তরে ডেকে যাইগো সই।
নাইবা তুমি দিলে মোরে সত্যিকারের কল্পনা,
একটু শুধু দিয়ে যাও আবার মিথ্যে মোরে সান্তনা।।


আমি চাহিনা ওগো তোমার মিলন ফুল সজ্জাতে,
শুধু এসো তুমি দেখে যাও মোরে জেগে থাকা রাত্রিতে।
আমি কামনা করিনা তোমার সঙ্গতার এই ধরে,
সঙ্গী আমার শেষরাতের তারাগুলো নিয়েছি আমি করে।।


তবে তাই চাই যা তুমি দিবে আমায় ভুলিয়ে ফুল,
নেব তাহা আমি মালা করে গলে ভেবে চামেনি বকুল।
আশা নাই তুমি জানো মোরে আবার নতুন করে,
অজানা অচেনা ভাবিয়াই মোরে যাও দিয়ে দুখে ভরে।।


এসো তবে আবার আঘাত করে যাও,
হৃদয় পাথরে খোদাইকৃত তব নাম মুছে দিয়ে যাও।
মোরে শান্তি দিয়ে যাও মোরে মুক্তি দিয়ে যাও,
ফিরে এসো আবার মোরে অশ্রু দিয়ে যাও।।


২৮-০৮-২০১৬