দল বেঁধে উড়া জোনাকির ঝাঁক নয়,
দলছুট অথবা দলবহিষ্কৃত একটি জোনাকি।
হয়তবা দলের দ্বন্ধ হতে মুক্তির খোঁজে,
অথবা অন্য দশ জোনাকির সাথে তাল মেলাতে ব্যর্থ সে।।


যেখানে আঁধারে জোনাকির ঝাঁক রাতের শোভা বর্ধক,
জোনাকির ঝাঁক নিয়ে শত শত কবিতার ছড়াছড়ি।
সেখানে এই একটি জোনাকি নিজেকে সরব খ্যাতি,
আর উচ্ছলতা থেকে পিছনে রেখে আমার ঘরে।।


আমি অবাক হইনি বরং চিন্তিত হয়েছি তাকে ভেবে,
আপন অবস্থার প্রতি দৃষ্টিপাত করে নিস্তব্ধতার কারণ খুঁজে।
তাহলে কি জোনাকির মাঝেও অভিমান আছে?,
জোনাকিও তাহলে বোঝে অন্যের দেয়া মিথ্যে আশ্বাসের ব্যাথা?।।


হয়ত বোঝে আর আমার মতই তার অনুভূতিগুলো,
কেউ হৈচৈ আনন্দ ছেড়ে হীম শান্ত একাকীত্ব চায়না।
কিন্তু আমি জানি ওই একটি জোনাকি জানে,
কতটা কষ্ট পেলে বদলে যেতে হয় শুষ্কতা আসে মনে।।


২৪-০৮-২০১৬


বিঃদ্রঃ ঐদিন রাতে আমার ঘরে একটি জোনাকি এসেছিলো, কবিতাটি তাকে দেখে আর বাস্তবতা ভেবে লেখা।
কবিতাটি সেই জোনাকির তরে উৎস্বর্গ করলাম।।