রেখে দাও, যত্নের চাঁদরে মুড়িয়ে রেখে দাও,
এখনও সময় হয়নি প্রকাশের, তাই গোপন থাকুক।
তোমার বাঁকা ঠোটের হাসির মাঝে গালে পরা টোলের ভাজে,
আমি খুঁজে নেবো তবে প্রকাশের দরকার নেই গোপনে রাখো লুকিয়ে।।


কেন প্রকাশ করবে তুমি? তোমার আমার মাঝের বিষয় এটা,
কেন বাজারে বসানো লাউয়ের মতন সবাই দেখবে একটু করে চিমটি কাটবে?।
না! আমি চাইনা এটি অন্যকারো দৃষ্টিগোচর হোক অন্য কেউ অনুভব করুক,
তোমার এই গোপন নিবেদনটা গোপনই রাখো প্রকাশ করোনা এখনও সময় হয়নি।।


ধৈর্য, এটা শুধু শব্দের অর্থই প্রকাশ করেনা প্রকাশ করে জীবনের অসীম অর্থ,
এর মাঝেই তুমি লুকিয়ে রাখো অতি গোপনে বাতাসের মাঝে যেভাবে লুকানো থাকে জল।
শুধু সেই সময়টার অপেক্ষায় থাকো আর কবিতায় কবিতায় প্রহরগুনে যাও,
তোমায় আমি অধিকার দিতে রাজি নই প্রকাশের জন্য প্রদর্শনের জন্য।।


রেগে যাচ্ছ তুমি? প্লিজ রাগ করোনা এটা সহ্যাতীত আমার কাছে তোমার গোমরা মুখ,
আমি হিংসাপরায়ণ শুধু তোমার জন্য দুনিয়ার অন্য সবার কাছে বড় বেশি স্বার্থপর।
তোমার প্রণয়ের সাক্ষী শুধু হতে দেবো ওই চাঁদকে যে মরে যাবে তবুও বলবেনা কাউকে,
ওই ফুলের সুভাস না হয় জানলো তাতে ভীত নই খানিক বাদেই ঝরে যাবে কাউকে বলবেনা।।


তবে ওই মানুষগুলোকে নয় যারা বর্ধিত গল্প রচনায় সিদ্ধ,
হয়তবা যদি ওরা জানে তবে তোমার সবটা বলে বেড়াবে।
যেটা আমি মানতে পারবোনা শুনতে পারবোনা,
শুধু আমিই জানবো আর কেহ নয় কোন কালে কোন ছলে।।


তোমার চুলের গন্ধে মুগ্ধ হয়ে না যেন কেহ গান গায়,
দৃষ্টি দিয়ে তোমাকে যেন কেউ লুটে না নেয় স্পর্শ না করে।
মোর চোখদু'টো তাহলে অর্থের প্রকাশ ঘটাতে ব্যর্থ হবে,
যদি তোমার চোখে কারো স্বপ্ন বা ছবি আঁকা থাকে।।


গোপন রাখো, এখনও সময় হয়নি প্রকাশের,
গোপন রাখো তুমি সদ্য জন্মানো মুক্তার মত।
নব কলি তুমি দিও আমায় তোমার প্রেমের; যৌবনের,
আমি অমর হয়ে জেগে উঠবো নতুন করে তোমার টানে।।


২৫-০৫-২০১৬