দুই ভিন্ন হয় এক অভিন্ন মিশে এক প্রাণে,
প্রকাশ তার প্রতিটা মুহূর্তের অনুভূতি সুরে সুরে গানে।
রাতের স্বপন তারায় ভরা আকাশে চোখে চোখ বিলাশে,
দু'য়ের সুখ আর দু'য়ে রহেনা একে জাগে প্রকাশে।।


ফুল কলি শোন বলি এযে প্রেম মগ্নতা হৃদে,
দেখে যাও খোপা তার গেঁথে গেছে দু'হাতে।
লাল ঠোঁট বাঁকা হাসি চোখের তাঁরা কাছাকাছি,
হাত দু'টি ধরেছে ফাঁকে ফাঁকে কেঁপেছে ভালোবাসি ভালোবাসি।।


টিকলিটা সরিয়ে চুল সব এলিয়ে এলোমেলো ছড়িয়ে,
পা দু'টো বলেনি দূরের পানে চলেনি আছে একে অপরে তাড়িয়ে।
নুপুর বাজে মিছে কাজে যদিও সে নেই তা'থৈ নৃত্যে,
তবু যেন শব্দ কান করে রপ্ত আনন্দে আনন্দে ছন্দে পদ্যে।।


হোক তবে সূচনা এর থেকে বেশি না অমর করো এই,
কতকাল চলে যাবে হিসেব তার নাহি হবে আছেতো যেই।
মধুরতা ধরেছে বাধ্যতা টুটেছে নাহি কেহ বুঝেছে শুধু দু'জন,
এই নীল স্বপ্ন কবে হবে সত্যি অপেক্ষা সহেনা চাই শুধু প্রাপ্তি প্রতি ক্ষণ।।


৩১-০৮-২০১৬