হাসির কি আর জীবন আছে?
হ্যাঁগো আছে তোমার হাসির ভাজে।
ঠোঁটের কি আর আছে কথামালা?
আছেগো চির সুশ্রীবাক্য তব হাসির বেলা।।


রবোনা; জ্ঞানের পত্রে দিয়ে বিদায়,
হারাবো; তোমার হাসির দায়।
গোলাপ কি কভু হার মানে?
হেরেও বেশি, গেছে ঝরে হাসির বানে।।


ঢেউ ঢেউ ঢেউ! কলকল সুর শুধু নয়,
নদীরও পরাজয় তোমার হাসিতে হয়।
আমি হরণ হবো পাবেনা খুঁজে আর,
তোমার হাসির আলো মাখি ভুলি অন্ধকার।।


১০-০৯-২০১৬