দেহের উত্তাপে গলে যায় মনের দীর্ঘ কামনা,
বসন্তের নিষিদ্ধ নদীতে নগ্ন স্নানোৎসব।
গন্ধময় দেহে দেই আতর লোবানের ফোঁটা,
সেই সুভাষিত গন্ধে আবারও মনে কামনার জাগরণ।।


বাস্তবিক অস্তিত্ব অসহ্য হয়ে উঠে অবলীলাক্রমে,
বেহায়া হৃদয়ের আকুতি ধুমড়ে মুচড়ে মরে প্রতিক্ষণে।
কিছু দেয়া কথা আর ভেঙ্গে যাওয়ার পুরণো স্মৃতিচারণ,
হঠাৎ থেমে যাওয়া যাত্রার সমাপ্তি বচনের অবান্তর পাঠ।।


বিক্ষিপ্ত হয়ে উঠে স্বপ্নগুলো দ্রোহানলে পোড়ায়,
হত্যা করি মিথ্যে অজুহাতে ঘোলাটে বাসনা।
তারপর এক ছিমছাম নিরবতার প্রহর শুরু,
প্রস্তরাঘাতে বারবার ভেঙ্গে যাই বাকী থাকে বিশুদ্ধ নিঃশ্বাস।।


২৪-০৩-২০১৭