চাহিনা তোমারে চাহিনা তোমার লাল টুকটুকে স্বপ্নের ভাগ নিতে,
চাহিনা আমি সর্ব সুখ চাহিনা তোমার হাসি কেড়ে কভু নিতে।
আমার এ ভালোবাসা এই প্রীতি চাহেনা প্রাপ্তি চাহেনা কভু কোন কালের খ্যাতি,
মোর প্রেম ছুঁয়ে যাবে বারেবার তোমায় ছুঁয়ে যাবে যতদূরে রও হয়ে পরজনের সাথী।।


যদি চাও তবে নাও করে আপন জীবনের তরে অন্য কাহারে দাও যত পারো প্রেম,
মোরে নাহি দিলে রিক্ততা ছাড়া কিছু নাহি দিলে একটু হেসে কল্পনাতে হেম।
তবু মোর এই প্রেম এই গান এই হৃদয়ের যত চাওয়া মোর ধ্যানে মিটিবে সব পাওয়া,
চাহিনা আমি হে সঙ্গ তোমার চাহি শুধু তোমায় ভাবিতে জনম ভর এই মোর চাওয়া।।


কেমন করিয়া বাঁধিবো প্রাণ এ পোড়া বুকে যে শুধুই জ্বলিছে শ্মশান,
শুধু বিলায়ে যেতে পারি যদি সুখ তোমারি দোসরে লভিবে তবে দেহ প্রাণ।
সেই প্রাণ লয়ে মরু পথে ছুঁটে চলিবো খুঁজে তব মুখ ছবি খানি,
চাহিনা কিছু শুধু উজাড় করিতে চাহি সব বিলিয়ে তোমারে করিব জয় স্বপ্ন রাণী।।


১২-১২-২০১৬