সুদূর কোনো গাঁয়ে
--------------------------------------------------------------------------
            শফিকুল ইসলাম
--------------------------------------------------------------------------


কে যাবি আজ আয় আমার ভাঙা নায়ে
তেপান্তরের মাঠ পেড়িয়ে সুদূর কোনো গাঁয়ে।


আম কাঁঠালের মৌ মৌ গন্ধে জুড়িয়ে যাবে প্রাণ
সেখানেতে পাবে তুমি সাত রাজার ধন।


পাখ- পাখালী হবে তোমার নিত্য দিনের সাথী
বন- বাদাড়ে পাবে তুমি মস্ত বড়ো হাতি।


আকাশেতে উঠবে হেসে হাজার তাঁরার মেলা
বৃষ্টি ভেজা দুপুর বেলা রংধনুদের খেলা।


বেলা শেষে মুগ্ধ মনে রাখাল বাঁশির সুরে
গরুর পাল সাথে নিয়ে ফিরে আসে ঘরে।


কিচিরমিচির পাখির গানে হৃদয় যাবে ভরে
জোনাকিরা মিটিমিটি জ্বলে রাস্তার ধারে।


নদীর বুকে পাল তুলে মাঝি- মাল্লা চলে
নৌকাগুলো ছুটে চলে হাওয়া লাগে পালে।


স্নিগ্ধ হাওয়ায় মন জুড়াবে শিশির ভেজা ভোরে
কৃষাণ - কৃষাণীর ঘুম ভেঙে যায় পাখির  গুঞ্জরনে।।


মিটবে তোমার মনের আশা সাত তেপান্তর ঘুরে
ফিরবে তুমি ইচ্ছেমত ময়ূরপঙ্খি করে।।
--------------------------------------------------------------------------