সেই যে দেখেছিলাম
          তোমার সেই সুন্দর অপূর্ব মুখ খানি ।
জলস্রোতে রোদের আলোয় ঝিকিমিকি,
     একথা আমি ছাড়া কেউ না জানি ।


  তোমার সেই আঁচোলের উড়ানো হাওয়া
            গাছের পাতা গুলি দোলে,
              আমি শুধুই দেখে যাই
  আর দেখে যায়, কাউকে যায় না কোওয়া ।


তোমার সেই মিষ্টি হাসি, যেন আমায় পাগল করি,
অন্তরে হারালে তুমি, আমি যে সর্বদায় ডরি ।


পৃথিবীর সব-ই আমি খুঁজে পাই তোমার কাছে ।
আনন্দ,সুখ-দুঃখ আর ভালবাসা যেন আছে তোমারই মাঝে ।


কবিতা লিখতে স্মরণে আসে তোমার মনের ছবি ।
সুন্দর একটা হতে চাই, আমি তোমার মনের কবি ।



                                               --- শম্ভুনাথ মন্ডল