খোকন রে খোকন,
         কোথায় গেলি?
চারিদিকে নাইকো খোকন,
     আমার দু'চোখ ফেলি ।
খোকন রে খোকন,
       কোথায় গেলি?


সন্ধ্যাতাঁরায় চাঁদের হাট
   খোকন করবে বাজার-ঘাট,
নেইকো করি, নেইকো পয়সা
   এক মাত্রই খোকন ভরসা ।
নেইকো আমার কাছে,
    চোখ বুঝলে মনে হয়,
এইতো খোকন পাশেই আছে ।


সারাদিন কাজের মাঝে,
      বিশ্রামতা একটু মেলে ।
তাকিয়ে দেখি ডালিম তলে,
       আমার সেই খোকন খেলে ।
হয়তো খোকন আছেই ঘুমে,
কপালে তাহার নয়ন চুমে ।
রাত্রিতে জেগে উঠে,
          হাত বলাতে-ই খোকন ছটে ।


নিঝুম রাতে চোখের জলে,
    খোকন আমায় মা বলে...
           আনমনে চলি
খোকন রে খোকন
                কোথায় গেলি?
দুঃচিন্তায় ঘুম আসে না,
         খোকন যে আর বলে না
আবার আসবো ফিরে ।


   চলতে পথে হাটতে গিয়ে
   হঠাত্ খোকন বলে ওঠে,
আমায় তুমি ফিরে পাবে ইহা দের ভিরে ।।